খবর ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা শহর ও শহরতলিতে রাত বাড়তেই শুরু হয়েছিল বাজির দাপট ।বেহালার কয়েকটি পাড়াতে দেদার বাজি ফাটানোর শব্দ পাওয়া গিয়েছে ।নাগরিকদের অভিযোগ উত্তর ও দক্ষিণ কলকাতার কিছু এলাকাতে বেপরোয়া বাজি ফেটেছে ।কিন্তু হাওড়ার বিস্তীর্ণ এলাকাতে বেপরোয়া শব্দ ও আতশ বাজি ফাটানোর অভিযোগ উঠে এসেছে ,বেশি অভিযোগ এসেছে চ্যাটার্জি হাট ,মধ্য হাওড়া ,রামরাজাতলা ,লিলুয়াহ ,বেলুড় ও কদমতলা থেকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...