শহর ও শহরতলীর যে কালীপূজা গুলি দর্শক আকর্ষণ করলো

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : এই বার করোনা  আবহাওয়া তে সতর্ক বিধি  মেনে কলকাতা ও তার আসে পাশে আয়োজিত হলো শ্রী শ্রী শ্যামাপূজা ।তার  মধ্যে উল্লেখযোগ্য  পূজা গুলি হলো দক্ষিনেশ্বর মন্দিরে মা ভবতারিনীর পুজো ।তারা পিঠের মায়ের পুজো  নদিয়ার  ঐতিহাসিক মহিষখাকির  কালীপূজা ,দক্ষিণ কলকাতার লেক  কালীবাড়ির পূজা  মধ্যে  কলকাতার ফিরিঙ্গি কালীবাড়ি ও ঠনঠনিয়া তে  দক্ষিনা  কালির  পুজো ।বাগুইহাটির কালীমন্দিরে  পিপি  ই  কীট  পরে পুজোর আয়োজন করেছিলেন আয়োজকরা ।