সেবকেশ্বর কালীমন্দিরের পুজো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দার্জিলিং জেলার গাছ গাছালিতে ঘেরা সেবকেশ্বর কালীমন্দিরের পুজো কবে থেকে শুরু হচ্ছিলো সেই তথ্যকেউ দিতে পারেনি ।অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে সেবক পাহাড়ের কোলে ১৬০ টি সিঁড়ি ভাঙলেই আপনি সেবকেশ্বর কালীমন্দিরে পৌঁছে যাবেন ।শিলিগুড়ি থেকে কালিম্পঙ যাবার পথে গাছ গাছালিতে ঘেরা এই অপূর্ব মন্দিরে প্রতি দিনেই পুজো হয় ।তবে কালীপুজোর
দিন বিশেষ আয়োজন করা হয় ।এল ঝলমলিয়ে ওঠে মন্দির ও মন্দির প্রাঙ্গন ।স্থানীয় লোকেরা বলেন ১৯৬৪ সালেই নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠাকরা হয়েছিল ।প্রতিষ্ঠা করার সময় সেইখানে পাওয়া গিয়েছিলো একটি পঞ্চ মুন্ডির আসন ও ত্রিশূল ।