খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার অদূরে বিরাটির এমবি রোডে মহাজাতি ইয়ং স্টাফের পুজো এইবার ৫৭ তম বর্ষে পদার্পন করলো ।এই বার covid বিধি মেনে সতর্কতার সাথে তারা পুজো করছে তাদের নির্দিষ্ট জায়গায় মহাজাতি ময়দানে ।এই বারের বৈশিষ্ট হলো এই পুজো উপলক্ষে তারা কোনো চাঁদা কারুর কাছ থেকে নেনি তবে অন্যবারের থেকে এইবার ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে করোনাপরিস্থিতির জন্য ।