covid বিধি মেনেই পুজো হচ্ছে মহাজাতি ইয়ং স্টাফ ক্লাবের

Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee at the inauguration of Goddess Kali Puja at a community puja pandal in Kolkata on Wednesday evening. Trinamool Congress MP Sudip Bandopadhay (R) also seen. PTI Photo (PTI10_26_2016_000290B)

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :  কলকাতার অদূরে বিরাটির  এমবি  রোডে  মহাজাতি ইয়ং স্টাফের  পুজো এইবার ৫৭ তম  বর্ষে  পদার্পন করলো ।এই বার covid  বিধি মেনে সতর্কতার সাথে তারা পুজো করছে  তাদের নির্দিষ্ট জায়গায় মহাজাতি ময়দানে ।এই বারের বৈশিষ্ট হলো এই পুজো উপলক্ষে  তারা কোনো চাঁদা  কারুর কাছ থেকে নেনি  তবে অন্যবারের থেকে এইবার ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে  করোনাপরিস্থিতির জন্য ।