পাহাড়হাটির দত্ত জমিদার বাড়ির পুজো ( বর্ধমান জেলা )

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পুজোর বয়েস ১৫০ বছর হলো ,এইখানে দেবী ১০ হাতের জায়গায় দুটি হাতে পূজিত হন তার চার সন্তানেরসাথে ।মাকে এইখানে অভয়া রূপেই পুজো করা হয় ।এই পুজোতে ষাড় এবং অসুর অনুপস্থিত ।যদিও অসুর বোধের কাহিনী চিত্রিত হয় চালারমধ্যে,মাকে পড়ানো হয় ডাকের সাজ ,এইখানে পুরোহিত হলেন নারায়ন চন্দ্ৰ দত্ত ও তার পরিবার ।