খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বর্ধমানের বরসুলের দে বাড়ির পুজো ২০০ বছরের ও পুরোনো ,জমিদারি ও পুরোনো গৌরব চলে গেলেও বর্তমান পরিবারের সদস্যরা দূর্গা পূজাটি চালিয়ে যাচ্ছেন ।এই পুজোর অন্যতম বৈশিষ্ট হলো মা দূর্গা এইখানে হর গৌরী হিসাবে পূজিত হন ।এইখানে মূর্তিতে শিবের কোলে দুর্গার একটি ছোট ছবি পাওয়া গেলো চার সন্তান লক্ষ্মী গণেশ সরস্বতী এবং শিবের দুই পাশে কার্তিক ,একটি
প্রতীকী ষাঁড় শিবের পায়ের নিচে পরে আছে ,দেবী দূর্গা এইখানে দশভুজা হিসাবে পূজিত হন না ,মূর্তি তৈরি করেন স্থানীয় লোকেরা ।