খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এই জমিদারবাড়ির দুর্গাপূজা ২০০ বছরের ও পুরোনো যদিও জমিদারি গৌরব অনেকদিন আগেই চলে গিয়েছে তবুও এই পরিবারের সদস্য রা পুজো চালিয়ে যাচ্ছে ।এই পুজোর বৈশিষ্ট হলো দেবীকে হরগৌরী রূপে পূজিত করা হয় ।দুর্গার একটি ছোট্ট চিত্র পাওয়া গেলো যাতে মা শিবের কোলে বসে আছেন এবং দুই পাশে চার সন্তান লক্ষী ,সরস্বতী ,গণেশ ও কার্তিক ।এই খানে শিবের পায়ের নিচে একটি প্রতীকী ষাঁড় পরে আছে আর এই খানে মা এই খানে দশভুজা নন খুব সাধারণ রূপে পূজিত হন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...