খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুলিশের পুজো ম্যানুয়ালে কলকাতা তে অবস্থিত সমস্ত পুজো গুলিকে এ ক্যাটাগরি অর্থাৎ বড় পুজো হিসাবে চিন্নিত করা হয়েছে । বলা হয়েছে সব পুজো আয়োজক দের প্যান্ডেল কে প্রশস্থ করতে হবে এবং চারিদিক খোলা রাখতে হবে ।মুখে মাস্ক স্যানিটাইজার এবং শারীরিক দূরত্ব আবশ্যিক কর্তব্য হিসাবে সবাই কে মানতে হবে দর্শক কর্মকর্তা উভয়কেই ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...