দশমী উৎসব

Immersed Goddess Durga

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দূর্গা পূজা উৎসবের দশমীর দিন টিকে দশমী বলা হয় ।হিন্দুদের বিশ্বাস এইদিন  দেবী দূর্গা রাক্ষসের  সাথে লড়াই  করে  জয়লাভ করেছিলেন এবং পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে এনেছিলেন ।এই দিন দেবী দূর্গা কে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরিয়ে নেওয়ার  জন্য  উৎসাহী ভক্তরা দেবীকে শোভাযাত্রা এবং ভক্তি সহকারে  নদী  অথবা  জলাশয়ে ঘাটে  নিয়ে গিয়ে রীতি নীতি মেনে বিসর্জন দেয়া হয় । বিসর্জনের আগে  মহিলারা মিষ্টি এবং সিঁদুর দিয়ে মাকে  বরণ  করেন এবং নিজেদের মধ্যে সৌজন্যমূলক ভাবে সিঁদুর বিনিময় করেন ।