দূর্গা পূজার জন্য যানজটে বিদ্ধ ভি আইপি রোড

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রতি বছরের মত এইবারের শ্রীভূমি , দমদম পার্ক এবং তরুণ দলের বড় পুজো গুলিকে কেন্দ্র করে তৃতীয়া থেকে পঞ্চমী বিমানবন্দর গামী লেনে যানজট নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।অপরদিকে দমদম রোডে হনুমান মন্দিরের কালভার্টের সংস্কারের জন্য ভারী গাড়ির চলাচল বন্ধ ফলে বিটি রোড হয়ে যাওয়া গাড়ি গুলিকে সব ভিআইপি রোড ও জোসসর রোডের দিকে ঘুরিয়েদেওয়া হচ্ছে ,ফলে প্রতিদিন সন্ধ্যা তে ভিআইপি রোড ও জোসসর রোডে যানজট লেগে আছে ।