পুজোর উদ্বোধন করতে গিয়ে নিজের হাতে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ,কলকাতার বিভিন্ন ছোট বড়ো পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন উদ্বোধনের জন্য ।এই উদ্বোধনে মাননীয়র সাথে ছিলেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব রা । ২১ পল্লীর দুর্গতুৎসবে গিয়ে তিনি স্লেটে আঁকেন নিজের হাতে দেবী মায়েরমুখ ।দুর্গতুৎসব উপলক্ষে তার বার্তা ছিল শত দুর্দিনেও আমরা যেন দুস্থ্য মানুষদের কথা মনে রাখি ।দুর্যোগ ও দুর্ভোগ এই সব কিছু কে জয় করে পুজো তে আনন্দ করতে হবে ।