পুজো উদ্বোধন অনালাইনে করার পরামর্শ দেওয়া হয়েছে সব কর্মকর্তাদের

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুষ্পাঞ্জলি ও সিঁদুরখেলা যে নিয়ম বিধি মানতে হবে পুজো কর্মকর্তাদের ।কোরোনার সংক্রমণ এড়াতে বিজয়াদশমীর সিধুর খেলার উপরে কলকাতা এবং পশ্চিমবঙ্গের ,পুলিশ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করেছে । এই ছাড়া পুস্পাঞ্জলির ক্ষেত্রে বলা হয়েছেযারা পুষ্পাঞ্জলি দেবেন সংক্রমণ এড়াতে তারা যেন নিজের পুস্পাঞ্জলির ডালি নিজে নিয়ে আসেন ।পুস্পাঞ্জলির সময় খুব ভিড় এড়াতে সময়
ভাগ করে দেওয়া হয়েছে ।