খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার ও কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে ২০২১ দুর্গাপূজা তে আয়োজক রা যেন মাস্ক বিহীন লোকেদের যেন মাস্ক বিতরণ করে এবং সব সময় প্যান্ডেলে ঢোকা এবং বের হওয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ।১০ -২০অক্টোবর প্রতিমা দেখার জন্য রাতের কার্ফু তোলা যাবে শুধুমাত্র দূর্গা পূজার ঠাকুর জন্য ।তবে প্যান্ডেলের ১০ মিটার দূর থেকে নির্দিষ্টদূরত্ব ও নিয়ম বিধি মেনেই তা দেখতে হবে উদ্দেশ্যে একটাই যেন করোনা না ছড়িয়ে পরে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...