প্রতিমা বিসর্জন ও সাস্কৃতিক অনুষ্ঠানের উপরে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার ও কলকাতা এবং রাজ্য পুলিশ করোনার সম্ভাব্য সংক্রমণ এড়াতে আয়োজকদের প্যান্ডেলের ভিতরঅথবা বাইরে অথবা রাস্তার পাশে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকে বিরত থেকেছেন । গতবারের মত এবারেও বিসর্জনের মিছিলকরার উপরে কোনো অনুমতি ছিল না এইবার ও তাই থাকবে । আয়োজক দের মূর্তি সঙ্গে আসা যান বাহন ,ও লোকের সংখ্যা এবং বিসর্জনের তারিখ ও সময় সব কিছু স্থানীয় থানা কে জানাতে হবে ।