খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার ও কলকাতা এবং রাজ্য পুলিশ করোনার সম্ভাব্য সংক্রমণ এড়াতে আয়োজকদের প্যান্ডেলের ভিতরঅথবা বাইরে অথবা রাস্তার পাশে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকে বিরত থেকেছেন । গতবারের মত এবারেও বিসর্জনের মিছিলকরার উপরে কোনো অনুমতি ছিল না এইবার ও তাই থাকবে । আয়োজক দের মূর্তি সঙ্গে আসা যান বাহন ,ও লোকের সংখ্যা এবং বিসর্জনের তারিখ ও সময় সব কিছু স্থানীয় থানা কে জানাতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...