ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদকের বক্তব্য

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদকের বক্তব্য তথা হাতিবাগান সার্বজনীন য়ের পুজো কর্তা শাশ্বত বসুআদালত ,সরকার বা পুলিশের যা কিছু নির্দেশ তা পঞ্চমী থেকে বলবৎ হবে ।এই সুযোগ নিয়েই দর্শনার্থীরা কাতারে কাতারে নেমে পড়েছেন রাস্তায় ঠাকুর দেখার জন্য ।সুরুচি সংঘের কর্তা কিংশুক মৈত্র বলেন গতকাল রাতে এমন ভিড় হয়েছিলযেন ব্যারিকেড ভাঙার উপক্রম ,আমরা এবং পুলিশ কর্তৃপক্ষ আশঙ্কিত করোনা সংক্রমণ কি ভাবে আটকাবো তাই নিয়ে ।চিকিৎসক কুনাল সরকার ও অরুণাঘসু তালুকদার বলেন ভিড়ের যা চিত্র তা দেখে মনে হয় করোনা বিধি পালন করা হচ্ছে না এটি সামাজিক অন্যায় ছাড়া আর কিছু নয় ।