পুজোর আগেই দমদমের তিন পৌরসভা করোনা টিকার প্রথম ডোজ প্রায় সকলকেই দিয়ে দিয়েছে। কিন্তু তৃতীয়া থেকে গতকাল ষষ্ঠী পর্যন্ত মাস্ক ছাড়া দর্শনার্থীদের মণ্ডপগুলিতে ভিড় করা দেখে পুরকর্তাদের মাথায় হাত। এই এলাকায় এখন প্রতিদিন গড়ে চার পাঁচ জন সংক্রমিত হচ্ছেন। শুধু মণ্ডপেই নয় রাস্তা ঘাটে , দোকানে বাজারে একশ্রেণীর মানুষের মধ্যে মাস্ক পড়ার অনীহা দেখা দিচ্ছে। পুজোর পর আবার বাকি থাকা মানুষদের টিকার ব্যবস্থা করবে পুরসভা।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...