খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নবরাত্রির ষষ্ঠীর দিন হচ্ছে দূর্গা পূজার প্রথম দিন । এই দিন সুন্দর ভাবে সুসজ্জিত মাতৃ মূর্তি গুলি বাড়িতে বাড়িতে অথবা ক্লাব গুলিতে অথবা পাড়ার মণ্ডপে আনা হয় ।প্রতিমা টিকে ফুল কাপড় গহনা এবং লাল সিঁদুর দিয়ে সুন্দর ভাবে সাজানো হয় ।চমৎকার সব প্যান্ডেল এবং রাতের আলোর কারসাজি তে রাত কে দিন মনে হয় ।বিভিন্ন মিষ্টি দিয়ে দেবীকে আহবান করা হয় এই দিন ।দেবী মূর্তির সাথে থাকে গণেশের মূর্তি এবং দেবী পার্বতীর পুজোর আগে গণেশ পুজো হিন্দু শাস্ত্রে বাধ্যতামূলক ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...