সপ্তমীর দিনের আচার অনুষ্ঠান

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই সপ্তমীর দিনে যখন কলা  বৌকে  স্নান করাতে  নিয়ে যাওয়া হয় নদী  অথবা গঙ্গা তে  একটি ছোট  কলাগাছ কে লাল  বর্ডার  শাড়ি  পরিয়ে  নদীর তীরে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য । কলা  বৌকে ভগবান গণেশের স্ত্রী হিসাবে মানা  হয় ।এর পরে  ধর্মীয় প্রার্থনা ও পূজা হয় যা উৎসবের বাকি সব দিন গুলিতে অনুষ্ঠিত হয় ।এই ছাড়াও উদজ্ঞাপনের অংশ হিসাবে প্রচুর সাংস্কৃতিক ক্রিয়া কলাপ  নাচ গান নাটক অনুষ্ঠিত হয় ।