খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গতকাল গুলাম নবীর ডাকে জম্মুর এক অনুষ্ঠানে কংগ্রেসের বিক্ষুব্ধ ঘোষ্ঠীর একাধিক নেতা একাট্টা হয়ে কংগ্রেস নেতৃত্বের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।কপিল সিব্বল ,আনন্দ শর্মার মত নেতারা বলেন রাজ্যে সভা তে রেখে দিয়ে তার অভিজ্ঞতা কে কাজে লাগলো না কংগ্রেস । মনীশ তিওয়ারি ,রাজ্ বব্বরের মত নেতারাও সেইখানে উপস্থিত ছিলেন ।২ রা মে ৫ রাজ্যের বিধান সভা নির্বাচনে কংগ্রেসে ফল খারাপ হলে আগামী জুনে রাহুল গান্ধীর পরিবর্তে এই ২৩ জন নেতারা তাদের মধ্যে থেকে কাউকে সভাপতি
পদে প্রার্থী দিতে পারেন ।