আগামী ২৭ সে মার্চ প্রধানমন্ত্রী কি মতুয়া ধর্মগুরুর বাসস্থানে গিয়ে কি চমক দিতে পারেন ??

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রে জানা যাচ্ছে আগামী ২৭ সে মার্চ যেইদিন পশ্চিমবঙ্গের ভোট শুরু হবে ঠিক সেইদিন ঢাকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ তারিক টুঙ্গি পাড়াতে শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি দেখার ফাঁকেইগোপাল গঞ্জের ওড়াকান্দিতে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ভিটেতে ও যেতে পারেন তিনি ।তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান ও অরকান্দিতে ।সেই সফরে তার সঙ্গে থাকতে পারেন বিজেপি সংসদ শান্তনু ঠাকুর ,যদি তিনি যান তিনি হবেন প্রথম প্রধানমন্ত্রী যিনি ওড়াকান্দিতে যাবেন ।