আজকে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ

প্রথম দুই দফা ভোটের তালিকা নিয়ে গত সোম এবং মঙ্গলবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির নেতারা এবং জেলার সভাপতি ও সম্পাদকেরা । জানা যাচ্ছে ২৯৪ টি বিধানসভার জন্য প্রায় ৭০০০ আবেদন জমা পড়েছে । দিলীপ ঘোষ জানান একেকটি কেন্দ্রের জন্য আমরা ঝাড়াই বাছাই করে ৩-৫ জনের নামের তালিকা নিয়ে দিল্লি যাচ্ছি ,কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের জন্য ।