আসন্ন ভোটে সাফল্য পেতেই কি শর্টকাট পন্থা নিলেন বামপন্থি দলেরা

গত রবিবার ব্রিগেডে সদ্যগঠিত আইএসএফের সদস্য সংখ্যার উপস্থিতি ছিল সর্বাধিক ।প্রবীণ কিছু বামপন্থীদের মতে করোনা কালে বামপন্থী মন্ত্রে উজ্জীবিত হয়ে তরুণ ও বয়স্ক সমস্ত বাম মনোভাব সম্পন্ন মানুষ রা যেই ভাবে চাকরির দাবিতে নবান্ন অভিযান গোটা করণকালে শ্রমজীবী ক্যান্টিন চালানো এবং ন্যায্যমূল্যে যেই ভাবে আনাজের বাজার চালিয়ে মানুষ কে সহায়তা দিয়েছিলেন ,তারাই কি প্রকারান্তে ভোট বাক্সে ধর্মীয় নেতার হাত ধরলেন শেষ অব্দি ?এর মূল্য কি দিতে হবে ভোটে ?