দাশপুর বিধানসভা কেন্দ্রে পরিযায়ী স্বর্ণশিল্পীরা ভোটের ব্যাপারে উদাসীন

যেইখানে  পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা অথবা ঘটালে গড়ে ৮৫% ভোট পড়েছে ,সেইখানে  দাশপুর  কেন্দ্রে ভোট পড়েছে মোট ৭৪%।দাশপুরের  মোট ভোটার ২,৯৮,০০০ কিছু বেশি তার মধ্যে ৩০% স্বণশিল্পী ও তার পরিবার ।পরিযায়ী  সেই শিল্পীদের  ৭০% নিজেদের কর্মস্থান থেকে ফেরেনি ভোট দানের জন্য ,ফলে দাশপুরের  বহু বুথে ৬০% কম ভোট পড়েছে ।