যেইখানে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা অথবা ঘটালে গড়ে ৮৫% ভোট পড়েছে ,সেইখানে দাশপুর কেন্দ্রে ভোট পড়েছে মোট ৭৪%।দাশপুরের মোট ভোটার ২,৯৮,০০০ কিছু বেশি তার মধ্যে ৩০% স্বণশিল্পী ও তার পরিবার ।পরিযায়ী সেই শিল্পীদের ৭০% নিজেদের কর্মস্থান থেকে ফেরেনি ভোট দানের জন্য ,ফলে দাশপুরের বহু বুথে ৬০% কম ভোট পড়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...