কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলা গুলিতে যে ১২৫ কোম্পানি আনা হয়েছিল ,তাতে
জেলা ওয়ারী যে ভাগ করা হয়েছিল ,সেই খানে নতুন এক নির্দেশিকা জারি করলো কমিশন । আগে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে নির্দেশিকাঅনুযায়ী ১৪ এবং ৬ কোম্পানি মোতায়েন ছিল ।নতুন নির্দেশিকাতে ওই দুই জেলাতেই ১৮ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী প্রতিস্থাপন করা হলো । তার জন্য পুরুলিয়া ঝাড়গ্রামে নয় কোম্পানির জায়গায় থাকছে ৫ কোম্পানি এবং শিলিগুড়ি দার্জিলিংয়ে থাকছে নয় কোম্পানির জায়গায়
দুই কোম্পানি ।