১৯৭৭ সালের অষ্টম বিধানসভা নির্বাচন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৭৭ সালে অষ্টম বিধানসভা  নির্বাচন অনুষ্ঠিত  হয়  ১৪ জুন ১৯৭৭। ১৭৮ টি আসন জিতে  সিপিআইএম  দলের  নেতা জ্যোতি বসু হন মুখ্যমন্ত্রী । জনতা পার্টি ২৯ টি আসন পান এবং সরকারের শরিক হন ।ভারতীয় জাতীয় কংগ্রেস (আর) পান ২০ টি আসন ।সিপিআইএম দল  পান ৩৫.৪৬% ভোট ।জনতা পার্টি পান ২০.০২% ভোট এবং  কংগ্রেস (আর ) ২৩.০২%।