১৯৮২ সালে নবম বিধানসভা নির্বাচন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৫ মার্চ ১৯৮২ সালে অনুষ্ঠিত হয় নবম বিধানসভা নির্বাচন । সেই নির্বাচনে  বাম  ফ্রন্টর  প্রধান শরিক  সিপিআই এম  দল  পান  ১৭৪ টি আসন (৩৮.৪৯%)। ভারতীয় জাতীয় কংগ্রেস (আর ) পান  ৪৯ টি সিট, ভোট % হয়েছিল ৩৫.৭৩।বামফ্রন্টের অন্যান্য শরিকেরা  ছিলেন আরএসপি ,ফরওয়ার্ড ব্লক ,সিপিআই  ডাবলু এসপি এবং ডিএসপি দল ।কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিলেন কংগ্রেসের (আই ) এবং কংগ্রেস (এস)।