১৬ ডিসেম্বর প্রতিবছর বাংলাদেশে এই বিশেষ দিনটি রাষ্ট্রীয় ভাবে দেশের সর্বত্র পালন করা হয়

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :১৯৭২ সালের ২২ সে জানুয়ারী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে  এই দিনটি কে বাংলাদেশের জাতীয়  দিবস  হিসাবে ঘোষণা  করা হয়  এবং সরকারি ভাবে এই দিনটিকে বাংলদেশের ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয় ।উল্লেখ্য ৯ মাস  যুদ্ধের পরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী  উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য বাংলাদেশ ও ভারতের সম্বনয়ে ঘটিত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পন  করে ,পৃথিবীর  বুকে  জন্ম নেয়  বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ।