১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তদান্তিন  পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু শেইখ মুজিবুর রহমানের নেতৃত্বে , স্বাধীন পাকিস্তান গঠনের জন্য তদানীন্তন পাকিস্তান সেনা বাহিনীর সাথে  যুদ্ধে লিপ্ত হয় বাংলাদেশের গণমুক্তি ফৌজ ।তার  পরে গণমুক্তি ফৌজ ভারতের সাহায্য চাইলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই আবেদনে সারা দিয়ে ভারতের ইস্টার্ন কমান্ডে  সারা দিয়ে ভারতের ইস্টার্ন কমান্ডের  সেনা রা লেফট্যানেন্ট জেনারেল জগদ্বীপ সিংহ অরোরার নেতৃত্বে যুদ্ধে লিপ্ত  হন ।যুদ্ধ চলে ৩ -১৬ ডিসেম্বর ১৯৭১ সালের ১৩ দিন ব্যাপী । ১৬ডিসেম্বর রমনা ময়দানে পাকিস্তানের লেফট্যানেন্ট জেনারেল একে  নিয়াজী তার সব সেনা বাহিনী নিয়ে জেনারেল অরোরার কাছে আত্মসমর্পন করেন ,উপস্থিত ছিলেন ভারতের নৌ ও সেনাবাহিনীর প্রধানেরা ।