খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জলপাইগুড়ির ১৫ নম্বর আসনটি হলো ধূপগুড়ি বিধানসভা জয়ী প্রার্থীর নাম মিতালি রায় (টিএমসি ) ।১৬ নম্বর আসনটির নাম ময়নাগুড়ি জয়ী প্রার্থীর নাম অনন্ত দেব অধিকারী (টিএমসি ) ১৭ নম্বর আসনটি জলপাইগুড়ি জয়ী প্রার্থীর নাম সুখবিলাশ বর্মা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ।১৮ নম্বর আসনটি হলো রাজগঞ্জ জয়ী প্রার্থীর নাম খগেশ্বর রায় টিএমসি ১৯ নম্বর আসনটির নাম ডাব গ্রাম ফুলবাড়ী জয়ী প্রার্থী গৌতম দেব (টিএমসি )।২০ নম্বর আসনটির নাম মাল জয়ী প্রার্থীর নাম বুলু চিক বারেক (টিএমসি)। ২১ নম্বর আসনটি হলো নাগরাকাটা বিজয়ী প্রার্থী হলো শুক্র মুন্ডা (বিজেপি) যিনি ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপি তে যোগদান করেছেন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...