পশ্চিমবঙ্গ বিধানসভা ভিত্তিক পর্যালোচনা – (মুর্শিদাবাদ -পর্ব ২)

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৬৫ নম্বর আসনটি হচ্ছে নবগ্রাম বিধায়ক কানাই চন্দ্র মন্ডল (টিএমসি ) ২০১৮ সালের ডিসেম্বরে তিনি সিপিআইএম ছেড়ে টিএমসি তে আসেন ।৬৬ নম্বর আসনটি হলো আশীষ মাঝি (টিএমসি ) ২০১৮ সালে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে আসেন । ৬৭ নম্বর আসনটি হলো বড়ুয়া বিধায়িকা প্রতিমা রজক (কংগ্রেস )।৬৮ নম্বর আসনটি হলো কাঁধি বিধায়িকা সাইফুল আলম খান (কংগ্রেস )।৬৯ নম্বর আসনটি হলো ভরতপুর বিধায়ক কমলেশ চ্যাটার্জি (কংগ্রেস)। ৭০ নম্বর আসনটি হলো রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী (টিএমসি ),মার্চ ২০১৮ সালে তিনি কংগ্রেস ছেড়ে টিএমসিতে আসেন । ৭১ নম্বর আসনটি হলো বেলডাঙা বিধায়ক সফিক জুমান শেখ(কংগ্রেস )।৭২ নম্বর আসনটি বহরমপুর (কংগ্রেস )।৭৩ নম্বর আসনটি হলো হরিহরপাড়া নিয়ামত সেইক (টিএমসি )।৭৪ নম্বর হলেও নওদা বিধায়িকা শাহিনা মুমতাজ বেগম (টিএমসি )।৭৫ নম্বর আসনটি হলো ডোমকল আনিসুর রহমান (সিপিআইএম )।৭৬ নম্বর আসনটি হলো
জলঙ্গি আব্দুর রাজ্জাক টিএমসি ২০১৯ সালের জানুয়ারী তে তিনি তৃণমূলে আসেন ।