অসমের রাজধানী তে বিশ্বকর্মা পুজো

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : অসমের  রাজধানী ডিসপুর  তথা  গুয়াহাটি তে বিশ্বকর্মা  পুজো খুব ধুমধামের সাথে পালিত হয় , অসমের  অসমীয়া  এবং বাঙালি হিন্দুরা এই পুজোর উদ্যোগটা । ভাদ্র  মাসের সংক্রান্তিতে  ১৭-১৮ সেপ্টেম্বর এই পুজোটি অনুষ্ঠিত হয় ।গুয়াহাটির ছোট বড়  সব শিল্প ক্ষেত্রে এই পুজোটি ধুমধামের সাথে পালিত হয় ।সেইখানে  পরিবহনের সাথে যুক্ত বাস ,ট্যাক্সি ,অটো ,টোটো এবং সাইকেল  রিক্সা স্ট্যান্ড  গুলিতে এই পুজো চোখে পরে  এবং শ্রমিকরা যেইদিন  বিশ্বকর্মার  কাছে  প্রার্থনা করেন প্রতি বছর তারা যেন  শিল্প এবং কাজের সাথে যুক্ত হতে পারে ।