ত্রিপুরাতে বিশ্বকর্মা পুজো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : ত্রিপুরা রাজ্য টি  প্রধানত বাঙালি প্রধান রাজ্য , সেই জন্য সেইখানে  রাজধানী  আগরতলা  সহ  বিভিন্ন  শহরে আধা শহর এবং গ্রামে গঞ্জে  বিশ্বকর্মা  পুজো অনুষ্ঠিত হতে দেখা যায় । ওই দিন  বিভিন্ন শিল্প ক্ষেত্র  পরিবহন ,অটো  টোটো  বা রিক্সা  স্ট্যান্ডে বিশ্বকর্মা  পুজো অনুষ্ঠিত হয় । এই দিনটির অন্যতম বৈশিষ্ঠ্য হলো  ঘুড়ি উড়ানো ।বিশ্বকর্মা ঠাকুরের হাতে প্রতীক হিসাবে শিল্পের যন্ত্রপাতির সঙ্গে  ঘুড়ি রাখা হয় ।