খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ভাদ্র মাসের সংক্রান্তিতে প্রতি বছর শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো ধুমধাম করে পালিত হয় ।রিয়্যাল এস্টেট ক্ষেত্র,ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র ছোট ,মাঝারি এবং বড় সমস্থ শিল্প ক্ষেত্রে এই পূজা অনুষ্ঠিত হয় ।গাড়ি অথবা যান বাহনের ক্ষেত্রে প্রতিটি গ্যারেজে এবং যাদের নিজস্ব যান বাহন আছে । এই ছাড়াও দেখা যায় পাড়ার মোরে মোরে যেই সব অটো টোটো অথবা রিক্সা স্ট্যান্ড আছে সেই দিন তারা তাদের সাধ্যানুযায়ী এই পুজো করে থাকে ।