সরস্বতী পূজা

সরস্বতী বিদ্যার দেবী। তিনি বিদ্যা ছাড়াও জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী এই পূজার দিনে ছোট শিশুরা তাদের প্রথম অক্ষর লিখে  পড়া শুরু করে। একে বলে হাতে খড়ি । প্রত্যেক স্কুল কলেজে  এই পূজা হয়ে থাকে। মা সরস্বতীর অঙ্গ সাদা,হাতে বীণা ও বই এবং তার বাহন রাজহাঁস। ছোট ছেলেমেয়েরা স্নান করে নতুন জামা পরে পূজায় অংশ নেয়,পরে  অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করে। সন্ধ্যায় কবিতা ও গানের মাধ্যমে দেবীর বন্দনা করা হয়। পরের দিন সন্ধ্যায় প্রতিমার বিসর্জন দেওয়া হয়।