এই বিধানসভাটি একটি অসংরক্ষিত বিধানসভা ।এইটি যাদবপুর লোকসভার অন্তর্গত ।কলকাতা পুরসভার ৯৪,৯৫,৯৭,৯৮,১০০ ও ১১১ থেকে১১৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত । ২০১৬ সালে এই বিধানসভা থেকে অরূপ বিশ্বাস ৯০,৬০৩ টি ভোট পেয়ে ( ৪৬.৭৫%) বিজয়ী হন । তিনি ২০১১সালেও নির্বাচিত হয়েছিলেন । তিনি বর্তমানে এই রাজ্যের মন্ত্রী ,মূলত পূর্ববঙ্গ থেকে আগত স্বাধীনতার পরের উদ্বাস্তু দিয়ে এই অঞ্চলটি গঠিত । এইখানকার মূল সমস্যা হলো উদ্বাস্তু সমস্যা,বেকারত্ব,কিছু পরিমানে রাস্তা ঘাট আলো ,জল ,শিক্ষা অস্বাস্থ্যের ।