স্থানীয় সমস্যা : দমদম বিধানসভা (১১৪)

উত্তর ২৪ পরগনার অন্তর্গত দমদম বিধানসভাটির নম্বর হচ্ছে ১১৪। ২০১১ সাল থেকে এইখানকার বিধায়ক হচ্ছেন ব্রাত্য বসু যিনি তৃণমূলদলের সদস্য এবং রাজ্যের মন্ত্রীও । ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এইখানকার ভোটার সংখ্যা ছিল ১৯৮,৩৩২।ব্রাত্য বসু ২০১৬ সালে৮১,৫৭৯ টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ৪৬.৭৩% ।এইখানে মূলত ১৯৪৭ সালে দেশ ভাগের পরে উদ্বাস্তুরা পূর্ব পাকিস্তান থেকে এসে বসতি
স্থাপন করেন ।উদ্বাস্তু সমস্যা ছাড়া জল,আলো ,রাস্তঘাটের সমস্যা এইখানে আছে ।এইখানে আরেকটি বড় সমস্যা হলো বন্ধ কলকারখানা যথাএইচএমভি,ব্রেথওয়েইট ,জেসপ প্রভৃতি । প্রচুর শ্রমিক বেকার ।