খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১২ জানুয়ারি ১৮৬৩ সালে স্বামীর বিবেকানন্দের পূর্বাশ্রম নরেন্দ্র নাথ দত্ত নামে তিনি জন্মেছিলেন কলকাতার শিমলা স্ট্রিটের দত্ত পরিবারে । তিনি জন্মেছিলেন ৩ নম্বর গৌরমোহন মুখ্যোপাধ্যায় স্ট্রিট শিমলাতে । কলকাতার আগে তারা থাকতেন বর্ধমান জেলার কালনা মহকুমার দত্ত দেরাটোনা গ্রামে ।তার পিতার নাম ছিল এটর্নি বিশ্বনাথ দত্ত এবং মার্ নাম ছিল ভুবনেশ্বরী দেবী ।