আই এস এলের আগের ম্যাচে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে ইস্টবেঙ্গল। রেফারী সন্তোষ কুমার পেনাল্টি দেন নি। তারওপর পর পর তিন ম্যাচ হেরে মনবলেও আঘাত লেগেছে। কোচ ফাওলার এজন্য মনোবিদের ক্লাস ও করিয়েছেন খেলোয়াড়দের। আজ বিপক্ষে স্ট্রাইকার ভালস্কিস আছেন এবং আগের ম্যাচেই মোহনবাগানকে জামশেদপুর হারিয়ে দিয়েছে। তাই সবাই চিন্তায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...