মহিলাদের মজুরি আলাদা

Potatoes

মাঠে আলুবীজ বোনার কাজ চলছে। পুরুষ ও মহিলা শ্রমিকেরা মিলে  এই কাজ করেন। কিন্তু পুরুষদের মজুরি দিনে  ৩০০ টাকা  এবং মহিলাদের মজুরি  দিনে ২০০ টাকা। মহিলারা মজুরি বৃদ্ধির দাবি তুলেছেন। আলু চাষিরা বলেন পুরুষেরা তুলনায় বেশি পরিশ্রম করেন।  তাই তাদের মজুরি বেশি।  এবারে হটাৎ  আলু চাষে  প্রচুর খরচ বেড়েছে। তাই এবারে মজুরি বৃদ্ধি সম্ভব  নয়।