স্বাদে গন্ধে দার্জিলিং কমলালেবু অতুলনীয়। কিন্তু নাগপুরের কমলার ফলন বেশি হওয়ায় ও আগে বাজারে চলে এসে বাজার পুরোপুরি দখল করে নিয়েছে। নাগপুরের লেবুর দাম ও কম। ছটপূজার পরেই এবার নাগপুরের লেবু বাজারে চলে এসেছে। বর্তমানে নাগপুরের লেবুর দাম ৬০-৭০ টাকা কেজি। সেখানে দার্জিলিংয়ের কমলালেবুর দাম কমপক্ষে ১২০ টাকা প্রতি কিলো।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...