কমলার বাজার দখল

স্বাদে গন্ধে দার্জিলিং কমলালেবু অতুলনীয়। কিন্তু নাগপুরের কমলার ফলন বেশি হওয়ায় ও আগে বাজারে চলে এসে বাজার পুরোপুরি দখল করে নিয়েছে। নাগপুরের লেবুর দাম ও কম। ছটপূজার পরেই এবার নাগপুরের লেবু বাজারে চলে এসেছে। বর্তমানে নাগপুরের লেবুর দাম ৬০-৭০ টাকা কেজি।  সেখানে দার্জিলিংয়ের কমলালেবুর দাম কমপক্ষে ১২০ টাকা প্রতি কিলো।