খবর নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :১৯৭১ সালে সেই যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি ,প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ,প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জগজীবন রাম চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল ম্যানেক শ ,পূর্বাঞ্চলের লেফট্যানেন্ট জেনারেল ছিলেন জেএস অরোরা নৌবাহিনীর প্রধান ছিলেন এসএন নান্দা এবং বিমানবাহিনীর প্রধান ছিলেন প্রতাপ সি লাল ,বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমেদ এবং বাংলাদেশের মুক্তি যুদ্ধের প্রধান ছিলেন কর্নেল ওসমানী ,পাক প্রেসিডেন্ট ছিলেন য়া য়া খান ,প্রেসিডেন্ট ছিলেন নুরুল আমিন চিফ ও আর্মি স্টাফ ছিলেন জেনারেল এএইচ খান ,পূর্বাঞ্চলের প্রধান ছিলেন লেফট্যানেন্ট জেনারেল নিয়াজী ।নৌবাহিনীর প্রধান ছিলেন মুজ্জাফর হাসান ,এবং বিমানবাহিনীর প্রধান ছিলেন আব্দুল রাহিম খান ।