মঙ্গলবার থেকে চারদিনের মধ্যে তিনদিন পর পর একটি বিমান কলকাতায় সকালে নামতে পারেনি। এটি স্পাইসজেটের মালবাহী বিমান যা হংকং থেকে পণ্য নিয়ে কলকাতায় আসে। কুয়াশা থাকায় ভোরবেলা নামতে না পেরে মুখ ঘুরিয়ে অন্য শহরে চলে যায়। কুয়াশা কেটে যাওয়ার পর সেটি কলকাতায় ফিরে আসে। বিমানে পচনশীল পণ্য না থাকায় কোন সমস্যা হয় নি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...