ওড়িশার বিরুদ্ধে জিতল গোয়া

ম্যাচের আগেই কোচ ফার্নান্দো  জানিয়েছিলেন যে তিনি জয়ের জন্য ঝাঁপাবেন।  ওড়িশা কোচ ও চিন্তায়  ছিলেন গোয়ার ইগর  আঙ্গুলোকে নিয়ে। শুরু থেকেই  আক্রমণ  করতে আরম্ভ করে গোয়া।  প্রথমার্ধের শেষদিকে জেসুরাজের কাছ থেকে বল পেয়ে ইগর  গোল করে  গোয়াকে এগিয়ে দেন। ওড়িশা গোলরক্ষক একাধিক গোল বাঁচিয়ে  দলের সম্মান রক্ষা  করেন। পাঁচ ম্যাচে গোয়া  ৮ পয়েন্ট পেয়েছে।