খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে দক্ষিণী ডার্বিতে ,বেঙ্গালুরু এফসি হারালো কেরালা কে ৪-২ গোলে ।সুনীল ছেত্রী খেলার ৪৮ মিনিটের মাথায় একটি পেনাল্টি মিস করেন ,কিন্তু ৬৫ মিনিটে করা তার অন্যতম দর্শনীয় গোল টি সকলের প্রশংসা কুড়িয়ে নেয় । ১৭ মিনিটে রাহুলের গোলে এগিয়ে যায় কেরল এবং ২৯ মিনিটে সমতা ফেরান ক্লাইটোন সিলভা ৫১ মিনিটে বেঙ্গালুরু কে এগিয়ে দেন পারতালু ।৬৩ মিনিটের মাথায় গোল করেন ডিমাস দেলগাডো ।৬১ মিনিটের মাথায় ব্যবধান কমান জর্ডান মারে এবং ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...