বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে হারালো কেরল ব্লাস্টার্স কে

Slavisla Stojanovic of Kerala Blasters FC during match 70 of the Hero Indian Super League 2018 ( ISL ) between Bengaluru FC and Kerala Blasters held at the Sree Kanteerava Stadium, Bengaluru, India on the 6th February 2019 Photo by: Deepak Malik /SPORTZPICS for ISL

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে দক্ষিণী ডার্বিতে ,বেঙ্গালুরু এফসি হারালো কেরালা  কে ৪-২ গোলে ।সুনীল ছেত্রী খেলার ৪৮ মিনিটের মাথায় একটি পেনাল্টি মিস করেন ,কিন্তু ৬৫ মিনিটে করা তার অন্যতম দর্শনীয় গোল  টি  সকলের প্রশংসা  কুড়িয়ে নেয় । ১৭ মিনিটে  রাহুলের গোলে  এগিয়ে যায়  কেরল  এবং ২৯ মিনিটে সমতা ফেরান ক্লাইটোন সিলভা ৫১ মিনিটে বেঙ্গালুরু কে এগিয়ে দেন পারতালু ।৬৩ মিনিটের মাথায় গোল  করেন ডিমাস  দেলগাডো ।৬১ মিনিটের মাথায় ব্যবধান  কমান জর্ডান  মারে  এবং ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান  সুনীল  ছেত্রী ।