পর পর দু ম্যাচে মোহনবাগান জিততে পারেনি। জাভি না থাকায় মাঝ মাঠের ছন্দটাই নষ্ট হয়ে গেছে। এদিকে তিরি ও চোট পেয়ে খেলতে পারছেন না। পরের ম্যাচে খেলতে পারেন। কিন্তু জাভিকে পেতে আরো দিন পনেরো সময় লাগবে। ফলে হাবাসের কপালে ভাঁজ পড়েছে। দুদিন বিরতির পর আজ থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...