লক ডাউন শুরু হওয়ার আগেও স্টপেজ ছিল লক ডাউনে প্রায় নয় মাস ট্রেন চলাচল বন্ধ ছিল এবার নিউ নর্মালে নতুন করে প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ার পর নাগরাকাটার স্টপেজ তুলে নেওয়া হয়েছে। যদিও অন্যান্য স্টপেজ ঠিক আগের মতই আছে। এনিয়ে যাত্রীরা স্টেশনে বিক্ষোভ দেখান। এদিন ডি আর এম কেও স্মারকলিপি দেওয়া হয়। ১৫ দিনের মধ্যে স্টপেজ চালু না হলে ট্রেন অবরোধের হুমকি দেওয়া হয়েছে।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...