প্রশাসনের কাজে গতি আনতে এবং মানুষের হয়রানি কমাবার জন্য ধূপগুড়ি ব্লক ভেঙে নতুন বানারহাট ব্লক তৈরি করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেনএজন্য প্রশাসন নতুন ব্লক অফিস তৈরী করার কাজ শুরু করেছেন। স্থানীয় দের দাবি যাতে ব্লক অফিস কৃষি প্রধান এলাকায় হয়। বানারহাটে হলে যাতায়াতের সমস্যা হবে। জেলা সভাপতি জানান আধিকারিকেরা সমস্ত কিছু খতিয়ে দেখে স্থান নির্বাচন করবেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...