অন্য রাজ্যের গাড়ি বাংলায় তেল ভরে

বিহারের  থেকে  পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম কম।কাজেই কিষাণগঞ্জের গাড়িগুলি পশ্চিমবঙ্গের সীমানা  সংলগ্ন পাম্প থেকে তেল ভরে চলে যাচ্ছে।  এতে  মালিকেরা  ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন পেট্রল পাম্প মালিকদের  সংগঠন। দুই রাজ্যে  দামের ফারাক হওয়ায় বড় বড় কারখানার গাড়িগুলি পশ্চিমবঙ্গ থেকে তেল কিনছে। পাম্প মালিক সংগঠনের সভাপতি সরকারের কাছে ভর্তুকি দাবি করেছেন।