মেট্রো রেলের সূত্র থেকে জানা যাচ্ছে আগামী ২৩ সে ডিসেম্বর সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে নবনির্মিত দক্ষিনেশ্বর অব্দি মেট্রো রেল পথে এমআর ৪১২ নম্বর রেকটি ট্রায়াল রান দেবে ।মেট্রোর মুখ্য ট্রাফিক ইন্সপেক্টরের তথ্যবধানে এই দৌড়টি সংঘঠিত হবে ।শেষ পর্যন্ত দক্ষিনেশ্বর অব্দি মেট্রো পথ সম্প্রসারিত হলে ,নিউ গড়িয়া থেকে দক্ষিনেশ্বর অব্দি মেট্রো রেল পথের দৈর্ঘ্য হবে ৩১ কিমি । উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের সাথে মধ্য ও দক্ষিণ কলকাতার অঞ্চল যুক্ত হবে ।