সম্প্রতি বিমল গুরুংকে তৃণমূল প্রকাশ্যে নিয়ে আসার পর থেকেই ,বিনয় তামাং ঘোষ্ঠীর লোকেরা পরোক্ষে হুমকি দিচ্ছিলো তৃণমূল নেতৃত্ব কে । তার ফলে তৃণমূল নেতৃত্ব অনিক থাপা ও বিনয় তামাং কে কলকাতা তে ডেকে পাঠান ।বৈঠক হয় প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এর পরে তৃণমূল নেতৃত্ব তলব করে বিমল পন্থী নেতা রোশন গিরি কে সম্ভবত আজকে তিনি কলকাতা তে বৈঠক করতে পারেন তৃণমূল নেতৃত্বের সাথে ।